পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়–সন্মিলন ও বিদায় পথে একদিন আমি বনের ভিতর অন্ধকারে পথ হারিয়ে বড় লিপ্যকে পড়েছিলাম, তিনি গান গাইতে গাইতে এসে আমাকে সাহস দিলেন । আমি কণ্ঠস্বরে তাঙ্গকে চিনে ছিলাম ; কিন্তু তিনি আমাকে দর্শন দিলেন না । প্রভু। তিনি সত্যই এক মহাপুরুষ ; অনেক দিন হ’ল তিনি পার্থিব দেহ ত্যাগ করেছেন, কিন্তু অন্য ব্যক্তির পার্থিব দেহ আশ্রয় করে মধ্যে মধ্যে দর্শন দিয়ে থাকেন। জীবের উদ্ধারই এই সব মহাপুরুষদের ব্ৰত ; ভক্তদের সঙ্গে সঙ্গে থাকেন, আর বিপদ দেখলে সাধ্যমত সাহায্য করেন । এই মহাপুরুষ, রঘুনাথকে সাহায্য না করলে রঘুনাথ আজ গৃহের বাহির হতে পারতেন না । যে দেহ তুমি বা রঘুনাথ দেখেছ, সে দেহ তাহার প্রকৃত দেহ নয় । ভক্তদের মধ্যে কেহ কেহ বুঝিলেন, সে দেহধারী কে ; কিন্তু সনাতন বা রঘুনাথ কিছুই বুঝিলেন না—তাহার প্রভূর মুখ পানে চাহিয়া রহিলেন । প্রভু বলিলেন, “তোমরা তাহার নাম শুনিয়া থাকিবে—তিনি আমার গুরুর গুরু— মহাভক্ত মাধবেন্দ্র পুরী। তিনি দয়া করে একবার মাত্র । আমায় দর্শন দিয়েছিলেন। আর কি তার কৃপা হবে ?” তারপর বিদায়ের পালা । প্রভু সনাতনের গলা জড়াইয়া ধরিয়া অনেক কাদিলেন । প্রভুর নিকট হইতে বিদায় লইয়। ২৬৫