পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সনাতন, ভক্তদের চরণবন্দনা করিলেন । পরে নীলাচল ত্যাগ করিয়া ধীরপদে চলিলেন। তিনি কিয়দর অগ্রসর হইলে রঘুয়া চুটিয়া আসিয়া তাহাকে একটা দণ্ড ও একটা করষ্ক প্রদান করিল। পরে সনাতনের চরণস্থূলি মাথায় লইয়। কাতর মুখে তাহার পানে চাহিয়া চাহিয়া কাদিয়া ফেলিল । সনাতন তাহাকে বক্ষে লইয়া সাদরে বলিলেন, “রন্থয়া, কেঁদো না, তোমাতে আমাতে শীঘ্রই আবার দেখা হ’বে ।” ষষ্ঠ আধ্যায় সনাতন—বৃন্দাবনে লোকনাথ ও ভূগর্ভ, বৃন্দাবনে ফুটার বাধিয়া বাস করিতেছেন। যমুনা-তীরে চিরঘাটে তাহদের আশ্রম। দুইজনে একত্রে গৌড় হ’তে বৃন্দাবনে আসিয়াছেন। সে অনেক দিনের কথা ; বৃন্দাবন তখন জঙ্গলাবৃত। প্রভুর আদেশ ছিল, চিরঘাটে বাস করিতে ; কিন্তু চিরঘাটই তাহারা খুজিয়া পান না। স্থানীয় লোকেরাও তাহদের কিছু বলিতে পারিল না। অবশেষে এক অৰ্দ্ধোন্মাদের নিকট র্তাহারা চিরঘাটের সন্ধান পাইলেন ; তখন তাহারা দুই খানি কুটার পাশাপাশি বাধিয়া বাস করিতে লাগিলেন। ২৬৬