পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—সনাতন বৃন্দাবনে একদা অপরাত্নে ঘাটের উপর বসিয়া লোকনাথ গোস্বামী বলিতেছিলেন, “আমাদের কি দুর্ভাগ্য বল দেখি ভূগর্ভ ! আজ নয় বৎসর প্রভুর প্রতীক্ষায় এখানে বসে আছি, অথচ প্রভুর দর্শন পেলাম না ! প্রভুকে খুঁজতে আমরা যেমন দক্ষিণাতে গেছি, আর প্রভু আমনি বৃন্দাবনে এলেন ! কি দুৰ্ভাগ্য ! ভূগর্ভ। প্রভুর দশন দিতে ইচ্ছা না হ’লে কোথা হ’লে দর্শন পাবে ? ত্রিভুবন ঘুরলেও তার দেখা পাবে না । লোকনাথ । কেন, আমাদের অপরাধ কি ? প্ৰভু বললেন, লোকনাথ, বৃন্দাবনে যাও, আমি দু’মাস পরে সন্ন্যাস নিয়ে যাচ্ছি। যেমন বললেন, অমনি চলে এলুম। পথে কত বিঘ্ন, চারিদিকে লড়াই ; কোন বাধা না মেনে, কত পথ ঘুরে এখানে এসে দেখি, সব জঙ্গল, আমাদের বাঙ্গালা দেশের মানুষ একটিও নেই—সব ব্ৰজবাসী ; ভাষাও বুঝি নে, বুলিও জানি নে। তুমি সঙ্গে না থাকলে আমায় ফিরে যেতে হ’ত । ভূগর্ভ। আচ্ছা, অদূরে একটা লোক দেখছি না ? আমাদের দেশের মানুষ বলে মনে হ’চ্ছে। কি সুন্দর পুরুষ ! লোকনাথ । কি প্রেমময় ! কি স্নিগ্ধ দৃষ্টি ! মুখখানি যেন প্রণয়াকুল। ২৬৭ ৷