পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী আগস্তুক নিকটে আদিয়া উভয়কে অভিবাদন করিলেন। তাহারা ও নমস্কারান্তে অভ্যর্থনা করিলেন । আগন্তুক একখানি প্রস্তরের উপর উপবেশন করিলে লোকনাথ জিজ্ঞাসা করিলেন, “কোন দেশ হ’তে কোন কাৰ্য্যের জন্যে এখানে আগমন হয়েছে ?” “আপাততঃ নীলাচল হ’তে আসছি। কোন কায্যের জন্যে তা জানি নে ; প্রভূ পাঠিয়েছেন তাই এসেছি।” “প্ৰভু ? প্রভু পাঠিয়েছেন ? কোথায় প্রভূ ?” “নীলাচলে ।” “ছায়, হায়, আমরা তার দর্শন পেলাম না ।” ভূগর্ভ জিজ্ঞাসা করিলেন, “আপনার নাম ?” “দাসের নাম সনাতন ।” লোকনাথ । আপনি সেই মহাপুরুষ ? আপনার নাম শুনেছি, কিন্তু দর্শনের সৌভাগ্য ঘটে নি। সনাতন । আমি আপনাদের দাসাচুদাস । লোকনাথ । আপনার দৈন্য আপনাকে এত বড় করিয়াছে। সনাতন। আমি ক্ষুদ্ৰাদপি ক্ষুদ্র । রূপ কোথায় ? লোকনাথ । তিনি বৃন্দাবনেই আছেন । সনাতন উঠিলেন। তাহার সঙ্কল্প, একস্থানে দীর্ঘকাল ఇటy.