পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়--সনাতন বৃন্দাবনে অবস্থান করিবেন না—এক ব্যক্তির সহিত বেশীক্ষণ আলপদি করিবেন ন!—গ্রাম্য কথায় কালক্ষেপ করিবেন না । সনাতন যমুনাকে বন্দনা করিয়া পবিত্র সলিলে নামিলেন এবং মনন্তে এক বৃক্ষ তলে আশ্রয় গ্রহণ করিলেন । সে দিন লোকনাথ ভিক্ষা দিলেন । পরদিবস প্রভাতে উঠিয়া সনাতন জঙ্গলে শুষ্ক কণষ্ঠ আহরণার্থে বহির্গত হইলেন ; এবং মাথায় করিয়া কাষ্ঠ আনিয়। বাজারে তাহ বিক্রয় করিলেন । যাহ! কিছু পাইলেন, তদার আহাৰ্য্য ক্রয় করিলেন , নিজের জন্তে সংসামান্ত রাখিয়া ভুরিভাগ দরিদ্র ক্ষুধাতুরকে দান করিলেন । সে দিবস অন্ত এক তরু তলে আশ্রয় গ্রহণ করিলেন । দুই রাত্রি এক বৃক্ষতলে আশ্রয় লইবেন না, ইছাই । তাহার সঙ্কল্প—পাছে বৃক্ষের উপর মায় পড়ে। তাহার আহারের পাত্র বৃক্ষপত্র, জলপত্র হস্তযুগ ; শয্য পৃথিবী, সম্বল ছিন্ন কন্থা, আশ্রয় বৃক্ষ ল। এইরূপ কঠোর ব্রত অবলম্বন করিয়া গৌড় রাজ্যের সর্বময় কৰ্ত্ত বৃন্দাবনে বাস করিতে লাগিলেন। তখন তাহার বয়দ সাঁইত্রিশ বৎসর মাত্র। -- একদা মধ্যাহ্নে এক বৃদ্ধ ব্ৰজবাসী, সনাতনের নিকট ভিক্ষ প্রার্থনা করিলেন । সনাতন ক্ষণপূৰ্ব্বে কাষ্ঠ আহরণ করিয়া ফিরিয়াছেন ; বলিলেন, “আপনি এই বৃক্ষতলে একটু

{\సి