পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী বি শাম লউন, আমি সত্বর অসিতেছি" বলিয়। তিনি কাঠের বোঝা মাথায় লইয়া বাজারের দিকে ছুটিলেন ; এবং অনতিবিলম্বে কাষ্ঠবিক্রয়লব্ধ অর্থ দ্বারা আহিল। ক্রয় করিয়া আনিয়া রন্ধনে প্রবৃত্ত হইলেন । ব্ৰজবাসী অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন ; যখন রন্ধন প্রায় সমাপ্ত, তখন ব্ৰজবাসী উঠিলেন ; বলিলেন, “অন্তস্থানে চেষ্টা দেখিগে, অপরাক্ল হয়ে ’’\ | تم کی সনতনের মুখ মলিন হইয় গেল ; তিনি যুক্ত করে কান্তরকণ্ঠে বলিলেন, “আর একটু অপেক্ষা করুন, অামার অপরাধ হয়েছে।” ব্ৰজবাসী । তুমি বৃন্দাবনে কি করতে এসেছ বাবা ? সনাতন । তা জানি নে ; প্রভূ পাঠিয়েছেন, তাই এসেছি । ব্রজ । তিনি কি তোমায় কাঠ কাটতে এ দেশে পাঠিয়েছেন বাবা ? সনী । ন! | ব্রজ । বাজার করা, কাঠ বেচা, হিসাব করা, এ সব কাজের জন্যে ও যে পাঠিয়েছেন, তা’ ও ত আমার মনে লাগে না । সনাতন অধোমুখে নীরব রছিলেন। 있o