পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী “হা হা মোর ভাগ্যে কি ঈশ্বর প্রতারিল, কিংবা মুঞি স্বপন বা প্রলাপ দেখিল।”* তখন সহসা সনাতনের মনে পড়িল, তিনি ক্ষণপূর্বে একখণ্ড স্পর্শমণি মৃত্তিকামধ্যে প্রোথিত করিয়া রাখিয়াছেন । স্মরণ হইবামাত্র তিনি বলিলেন, “রোদন সম্বরণ কর ব্রাহ্মণ ; মহাদেব তোমায় প্রতারণা করেন নি ; আমার স্মরণ হয়েছে, মৃত্তিকামধ্যে একখানি স্পর্শমণি ক্ষণপূৰ্ব্বে আমি রেখেছি—তুমি তাহ খনন করে লও । ব্রাহ্মণ । স্পর্শমণি ? যা’র স্পর্শে লৌহ স্বর্ণ হয় ? কই, কোথায় সে মণি ? দেও, দেও আমাকে। সন । ওই স্থানে মাট খুড়ে দেখ, আমি তা স্পর্শ করিব না । ব্রাহ্ম। এত মাটা খুড়লাম, কই মণি ত পাচ্ছি না। তুমি একবার দেখ । সনা । আমি স্বান করেছি, মণি স্পর্শ করব না, দেখবও না । তুমি ভাল করে দেখ, ঐ খানেই কোথায় আছে। ব্রাহ্ম। এই যে মণি । বাঃ কি উজ্জল ! আমি এখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী । ধন্ত মহাদেব। চললুম গোসাই । অভিবাদন করিবারও আর অবসর হইল না, তিনি দ্রুতপদে

  • ভক্তমাল ।

있8