পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় б. 1, о お※。 মনমোহনিয়া এই মণির কথা দিল্লীর নবীন সম্রাট আকবর সা শুনিলেন। তাহার লোভ গৰ্জ্জিয়া উঠিল যমুনার গর্ভ হইতে মণি উদ্ধার করিবার মানসে তিনি স্বয়ং আসিলেন । আর যে ব্যক্তি এই মহামূল্য রত্নকে তুচ্ছ করিয়া স্পর্শ করিতেও ঘৃণা বোধ করিয়াছে, সেই ভিক্ষাজীবী সনাতন গোস্বামীকে দেখিবার বাসনও যে র্তাহার অন্তরে ছিল না, এ কথা বলা যায় না । তিনি সৈন্তাদি লইয়া বৃন্দাবনের বাহিরে শিবির সংস্থাপন করিলেন। অনেক ডুবুর যমুনায় নামিল, কিন্তু মণি পাইল না । অবশেষে হাতী নামান হইল । তাহদের পায় লোহার শিকল ; একটা হাতীর শিকল সোণা হইয়া গেল, কিন্তু মণির সন্ধান হইল না। যমুনার জল কর্দমাক্ত হইয়া উঠিল, তখন বাদস নিরস্ত হইলেন। বাদস, সনাতন গোস্বামীকে দর্শন করিতে আসিলেন। সনাতন বিষয়ী লোকের মুখদর্শন করেন না, বা তাহাদের সহিত বাক্যালাপ করেন না। সম্রাট আসিয়া সম্মুখে দাড়াইলেন, সনাতন অবনতবদনে মৃত্তিকাপানে চাহিয়া প্রভুর २१७