পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী চরণধ্যান করিতে লাগিলেন। বাদসা কুর্ণিশ করিলেন, সনাতম নিম্পন্দ রছিলেন। বাদসা তবিয়তের হাল জিজ্ঞাসা করিলেন, সনাতন নীরব রহিলেন । বাদস জিজ্ঞাসা করিলেন, “আপনার কোনও প্রার্থন আছে ?” সনাতন নিরুত্তর । বাদসা। আমি দিল্লীর বাদসা, আমার ক্ষমতা ও ঐশ্বৰ্য্য অসীম ; আমার নিকট আপনি কি চান ? সনাতন বাকশূন্ত । বাদস । আনার নিকট আপনার কি কিছুই চাইবার নেই ? সনাতন নিস্তব্ধ । বাদদ (সকাতরে )। আপনার জন্তে আমি কিছু করতে চাই, দয়া করে আমায় সে অধিকার টুকু দিন । সনাতন এবার কথা কহিলেন, কিন্তু মাথা তুলিলেন না ; বলিলেন, “আপনার যদি এতই কৃপা, তবে আমার আশ্রমের ধারটুকু বাধিয়ে দিন—নদীর জলে দিন দিন ভেঙ্গে পড়ছে।” বাদসা কৃতার্থ হইলেন। তখনই তাহার সম্মুখে কাৰ্য্য আরম্ভ হইল। শত শত লোক মাটী তুলিতে প্রবৃত্ত হইল ; যে সব মৃত্তিক যমুনার তরঙ্গ আঘাতে ভাঙ্গিয়া পড়িয়াছিল, সেই সব মৃত্তিক তুলিয়া আশ্রমে ফেলিতে লাগিল। বাদস २.११