পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী অমন ছেলের মুখ দেখতে চাইনে । না, দাড়া ও—আমি বাছাকে ছেড়ে কেমন করে থাকুব । না গো, পারব না । তুমি আমার বাকি ছেলে কটাকে নিয়ে যাও, কিন্তু মোহনিএঃাকে নিও না, ও যে আমার বুকের কলিজা, ওকে ছেড়ে আমি থাকতে পারব না । সনা । শাস্ত হও মা, মদনমোহন ত তোমারি রহিল ; তুমি মাঝে মাঝে দেখতে যেও । গৃহিণীর কান্নার বেগ আরও বাড়িয়া উঠিল। সনাতন মহাধনে লোভ করিয়াছেন, তিনি আর বিলম্ব করিতে পারিলেন না,—ত্বরায় আসিয়া বিগ্রহ ধরিলেন । চৌবে-নন্দনের কোথায় ছিল, ছুটিয়া আসিয়া সনাতনকে ধরিল ; বলিল, “আমাদের মোহনিঞাকে কোথায় নিয়ে যাচ্ছ ?” “আমার আশ্রমে দাদা ।” কনিষ্ঠ চীংকার করিয়া উঠিল, বলিল, “দেখ মা, আমার মোহনিএণদাদাকে কোথায় নিয়ে যাচ্ছে।” জননী তখন বস্ত্রাঞ্চলে মুখ ঢাকিয়া কাদিতেছিলেন, তিনি কোন উত্তর করিলেন না । জ্যেষ্ঠ কহিল, “আমার মোহনিঞাকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না—আমাকে আগে মেরে ফেল, তারপর নিয়ে যে ও ” ছোট কাদিতে কাদিতে মাটীতে আছড়াইয়া পড়িল ; মুখে sb○