পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী শ্ৰীজীব তাহার গুরুর অপমান সহা করিতে পারিলেন না, তিনি বিচারে প্রবৃত্ত হইলেন। বলিলেন, “পণ্ডিতজি, বিনা শাস্ত্রপ্রসঙ্গে রূপ-সনাতন তোমার নিকট পরাজয় স্বীকার করিয়াছেন, কিন্তু তুমি তাহদের তুলনায় কত ক্ষুদ্র, তাহা তুমি গৰ্ব্বে অন্ধ হইয়া দেখিতে পাও নাই। আমি তাহদের অতি ক্ষুদ্র শিষ্য, আমি এখনি তোমার গৰ্ব্ব চূৰ্ণ করিব—বিচারে প্রবৃত্ত হও।” বিচার হইল এবং পণ্ডিতজি সত্বর পরাস্ত হইয়া পলায়ন করিলেন । শ্রীরূপ, এ কথা শুনিয়া জীবের প্রতি কুপিত হইলেন ; বলিলেন, “তুমি বৃথাই বৈষ্ণব হয়েছ ; আজও মান-অভিমান ত্যাগ করতে পারনি। পণ্ডিত জয় চায়, তুমি তাহাকে সম্মান দিয়ে নিজে কেন ছোট হ’লে না ?” শ্ৰীজীব উত্তর করিলেন, “আমি নিজের সম্মান খুজিনি, গুরুর সম্মান খুজেছি। গুরু-নিন্দ অসহ, তাই তাহাকে বিধিঅনুসারে শাসন করেছি।” রূপ সে কৈফিয়ত গ্রহণ না করিয়া কহিলেন, y —“আজি হইতে তব না হেরিব মুখ ।” -l. এই বজতুল্য বাক্য শুনিয়া জীবের বুক কাপিয়া উঠিল ; তিনি গুরুর চরণ ধরিয়া অনেক স্তবস্তুতি করিলেন, কিন্তু রূপ প্রসন্ন হইলেন না। তখন জীব অন্নজল পরিত্যাগ করত যমুনার তীরে বসিয়া গুরুর চরণধ্যান করিতে লাগিলেন । সনাতন সে কথা را ترج