পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়—শ্ৰীজীব-বর্জন “শুনিলেন । তিনি দুই এক দিন পরে রূপকে জিজ্ঞাসা করিলেন, “সদাচারের মধ্যে কোনটাকে তুমি শ্রেষ্ঠ মনে কর ?” রূপ । আমার বিবেচনায় জীবে দয়া । সন। তবে তোমাতে তা দেখিনা কেন ? রূপ, গুরুর ইঙ্গিত পাইয়া তৎক্ষণাৎ জীবের নিকট ছুটিয়া গেলেন এবং তাহাকে বুকে ধরিয়া অনেক অশ্রু বর্ষণ করিলেন । SN చి নবম অধ্যায় অপ্রাকৃত দেহগ্রহণ দিনের পর দিন গড়াইয়া চলিল। ১৪৮৬ শক ( ১৫৬৪ ধ্ৰুষ্টাব্দ) সমুপস্থিত। আষাঢ় মাস পূর্ণিমা তিথি। প্রভাতে রূপগোস্বামী ব্ৰহ্মকুণ্ডতীরে আসিয়া বসিলেন। তাহার মন আজ চঞ্চল, উদ্বিগ্ন। উপাসনায় কিছুতেই মন বসিতেছেন। ; পাঠ বা ধ্যান যাহাতে চিত্তনিবিষ্ট করিতে চেষ্টা পাইতেছেন, তাহাতেই বিফলকাম হইতেছেন। কৃষ্ণের উপর অভিমান জন্মিল ; আহারাদি ত্যাগ করিয়া নীরবে অভিমানভরে বসিয়া রহিলেন । সুঙ্কল্প, কেহ আহাৰ্য্য না দিয়া গেলে আহার করিবেন ন—মৃত্যু ミッ?