পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়-- অপ্রাকৃত দেহগ্রহণ মহাপুরুষ মাধবেন্দ্রপুরী। সনাতন প্রভৃতি র্তাহাকে ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন । মহাপুরুষের সে দিকে লক্ষ্য নংই, তিনি গাইতে লাগিলেন, কৃষ্ণ অামায় পাগল করিয়া দাও, কুষ্ণ নামেতে আম{য় মাতায়ে দেও ; আমি জপিব কৃষ্ণ, ডাকিব কৃষ্ণ, দেখিব কৃষ্ণ ভুবনময় । श्रांभाद्र दनन छूरुन झ३८व कूक्ष्, আমার আহার বিহার সকলি কৃষ্ণ, তোমীয় কৃষ্ণ দেখিতে দেখিতে আমিও হইব কৃষ্ণময় । তুমি দূর হতে এসে মিশিবে আনাতে, আমি ছুটে গিয়ে নাথ মিশিব তোমাতে, আকাশ পৃথিবী, তুমি ও আমি মিশিয়া হইব কৃষ্ণময় ॥ ভাব উথলিয়া উঠিল—সকলেরই নয়নে জল । বৃন্দাবনে শুধু কৃষ্ণনাম—হরিনাম নাই । শ্রীধাম কৃষ্ণময়, বৈষ্ণবদের হৃদয় কৃষ্ণময়, পশুপক্ষী, স্থাবর জঙ্গম সব কৃষ্ণময় ; তারই মধ্যে মহাপ্রেমিকক ঠগিত সুর উঠিল—আকাশ পৃথিবী তুমি ও আমি মিশিয়া হইব কৃষ্ণময়। ভক্তের প্রেমোন্মত্ত হইয়া ধূলার উপর লুটাইয়। পড়িলেন, কেহ বা মূৰ্ছিত হইয়া পড়িলেন। অষ্ট্রসাত্ত্বিক ভাব সনাতনের অঙ্গে দৃষ্ট হইল। ক্ষণপরে মহাপুরুষের হস্তম্পর্শে সনাতন বাহ্যজ্ঞান লাভ করিলেন । তখন মহাপুরুষ কহিলেন, "সনাতন, আমি আজ এসেছি কেন বুঝেছ ?” S S o