পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o শ্ৰীসনাতন গোস্বামী সনাতন । বুঝেছি দয়াময় । মহাপুরুষ। তবে আর বিলম্ব করে না—পূর্ণিমার চাদ আকাশে উঠেছে । সনাতন পদ্মাসন করিয়া যমুনাতীরে বসিলেন। বৈষ্ণবেরা শুনিলেন, সনাতন দেহরক্ষা করিবেন। চতুর্দিক হইতে নরনারী ছুটিয়া আসিলেন । জ্যোৎস্নাময়ী রজনী ; পবিত্ৰত্যেয়ে কলঙ্ক ধুইবার আশায় চন্দ্রদেব যমুনায় আনার্থে নাবিয়াছেন। চারিদিক শোভাময়, । কিন্তু নিস্তব্ধ । নক্ষত্রের নয়ন, মানুষের আঁখি জলিতেছে ; কিন্তু । নীরব—মানুষ বা নক্ষত্র সব নীরব । হৃদয় রোরুদ্যমান কিন্তু ভতরের চীৎকার বাহিরে শুনা যাইতেছে না । সব স্থির— নিস্তব্ধ । ধমুনার অপরপারে জঙ্গল । সনাতন দেখিলেন, তীরের উপরে একটী ক্ষুদ্রকায় কদম্ববৃক্ষ । ক্ষুদ্র হইলে ও তাহার দেহ ফুল ভর। সেই ফুলময় বৃক্ষতলে রাধাকৃষ্ণ দণ্ডায়মান রহিয়াছেন সনাতন দেখিলেন। শুভ্রফুলদল তাঁহাদের আশেপাশে বুলিয়৷ পড়িয়াছে ; বৃক্ষ তাহাদের মাথার উপর ছত্র ধরিয়াছে, একটা জ্যোতিঃ জ্যোৎস্নাকে মলিন করিয়া মূৰ্ত্তিম্বয় বেষ্টন করিয়া রহিয়াছে। যমুনা ফুলিয়া উঠিয়া সেই যুগলচরণে পড়িবার জন্য চুটিয়াছে। । আকাশের চন্দ্ৰতারা নামিয়া আসিয়া চরণ-নখরে ফুটিয়া উঠিয়াছে । ২৯১