পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থকার প্রণীত অন্যান্য পুস্তক ১। বীরপূজা—ঐতিহাসিক ঘটনা লইয়া উপন্যাসখানি রচিত । তৃতীয় সংস্করণ, মুল্য দেড় টাকা । এই গ্রন্থ সম্বন্ধে বঙ্গবাসী বলিয়াছিলেন, ‘শচীশচন্দ্রের নাম না থাকিলে আমরা এই গ্রন্থখানিকে ৬/বঙ্কিমচন্দ্রের রচিত বলিয়া মনে করিতে পারিতাম।” বাঙ্গালার সকল পত্রিকা কর্তৃক প্রশংসিত। ২ । বাঙ্গালীর বল-বীরভূমের রাজা বীরসিংহকে লইয় এই ঐতিহাসিক উপন্যাস বিরচিত। তৃতীয় সংস্করণ, মূল্য দুই টাকা । এই গ্রন্থসম্বন্ধে প্রবীণ সাহিত্যিক অক্ষয়কুমার বলিয়াছিলেন, “বঙ্কিমচন্দ্রের ভ্রাতুপুত্রের স্থান আমরা বঙ্কিমচন্ত্রের নীচেই নির্দেশ করি।” ঢাকা-প্রকাশ বলিয়াছিলেন, “শচীশ বাবুর কুহকময়ী কল্পনা তাহার মাধুর্য্যময়ী। লেখনী, সকলই তাহাকে বঙ্কিমচন্দ্রের উপযুক্ত উত্তরাধিকারিরূপে পরিচিত করিতেছে।” নীহার লিখিলেন, “বাঙ্গালীর বল, বাঙ্গালার ও বাঙ্গালীর গৌরবের জিনিষ ।” সময়ের বৃদ্ধ সমালোচক বলিয়াছিলেন, “ইহা বঙ্গসাহিত্যে এক অপূৰ্ব্ব বস্তু হইয়াছে।” ৩। বঙ্গসংসার—গার্হস্থ উপন্যাস—তৃতীয় সংস্করণ, মূল্য দুই টাকা। চুচুড়া-বাৰ্ত্তাবহ, ঢাক-প্রকাশ, বঙ্গবাসী প্রভৃতি সকলেই একবাক্যে বলিয়াছিলেন, “সৰ্ব্বত্রই চিত্রকল্পের কৃতিত্ব পরি