পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|o ফুট।” ‘শচীশচন্দ্র, বঙ্কিমচন্দ্রের সম্পত্তির উত্তরাধিকারী না হইলেও তাহার প্রতিভার উত্তরাধিকারী হইয়াছেন।” ৪ । রাজা গণেশ—ঐতিহাসিক উপন্যাস—বাঙ্গালী জমিদার, পাঠানকে দূরীভূত করিয়া গৌড় সিংহাসনে অধিষ্ঠিত। তৃতীয় সংস্করণ, মূল্য দুই টাকা। এমন সংবাদ বা মাসিক পত্র নাই যাহাতে এই পুস্তকের সুখ্যাতি প্রকাশিত হয় নাই । কলিকাতার কয়েকটা রঙ্গমঞ্চে ইহা অভিনয় করিবার চেষ্টা হইয়াছিল, কিন্তু রঙ্গমঞ্চের কর্তৃপক্ষের পাস পান নাই । ৫ । রাণী ব্রজসুন্দরী—ঐতিহাসিক উপন্যাস—সৰ্ব্বত্র প্রশংসিত। বঙ্গললন উড়িষ্যার সিংহাসনে অধিষ্ঠিত । মূল্য দুই টাকা ৬। বরিবাহিনী—উপন্যাস—গার্হস্থ । এক তৃতীয়াংশ বঙ্কিমচন্দ্রের লিখিত ; পূর্ণ করিতে যমরাজ তাহাকে অবসর দেন নাই। শচীশচন্দ্র উপন্যাসখানি সম্পূর্ণ করিয়াছেন। মূল্য দেড় টাকা । সকল পুস্তকের ছাপা অতি সুন্দর, বাধাই অতি মনোরম ৷ বঙ্কিমজীবনী, নীরদা, পূজারমালা ছাপা নাই। প্রাপ্তিস্থান—গুরুদাস চট্টোপাধ্যায় ২০৩১৷১, কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা । - వ్రై /**"., y"Ax|M -ళ్ళీ *「ペリ、 too f so ; : ** - 临 (;్క ఫి ད།ར་མ་ - స్క్ల ...y .*.*, *, .*** Κ ή Ν. .ே o