পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী তেছে। শাস্তিধর বুঝিলেন, এ বালক একদিন সিংহাসনে বসিবে। তিনি হোসেন সাকে তৎক্ষণাৎ মুক্তি দান করিয়া সসম্মানে বলিলেন “তুমি যদি কোন দিন রাজা হও তাহা হইলে আমার একটা অনুরোধ রক্ষা করিও ।” হোসেন স প্রতিশ্রুতি দিয়া হাসিতে হাসিতে প্রস্থান করিলেন। তারপর যখন তিনি রাজ-সিংহাসনে বসিলেন, তখন শান্তিধরকে বিনা খাজনায় কাগজ পুকুরিয়া প্রভৃতি কয়েক খানি গ্রাম দান করিলেন। # আর একটা গল্প আছে, একদা নিত্যানন্দ প্রভু হরি নাম বিলাইতে বিলাইতে শক্তি-উপাসক শান্তিধরের গৃহে উপনীত হন। শাস্তিধর তাহাকে অপমানিত করায় নিত্যানন্দ অভিসম্পাৎ করেন। অভিসম্পাতের ফলে শান্তিধর সপরিবারে ভূগর্ভে প্রোথিত হইয়৷ দেহত্যাগ করেন। এই রকম কয়েকটি অশ্রদ্ধেয় গল্প প্রচলিত আছে। ধিনি বৈষ্ণব অথবা সুবিবেচক,তিনি কখনও বিশ্বাস করিবেন না যে, নিত্যানন্দপ্রভু কখন কাহাকেও অভিসম্পাৎ প্রদান করিতে পারেন। যিনি প্রেমের নিকেতন, তিনি ভালবাসা ছাড়া আর কিছুই দিতে পারেন না। ইতিহাসে এই সব মিথ্যা উঠিয়াছে বলিয়। এত কথা লিখিতে হইল ।

  • এক-আনি চাঁদপাড়ার জনৈক ব্রাহ্মণ সমন্ধেও এইরূপ গল্প প্রচলিত

আছে । ృ$9