পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—হরিদাস তখন নাম শুনিতে উন্মত্ত, অলঙ্কারের শব্দ শুনিতে পাইল না। হীরার কণ্ঠে সুগন্ধি পুষ্পমাল্য ছিল, সে তাহা নাড়িয়া দোলাইয়া গন্ধ ছড়াইতে লাগিল , হরিদাসের নাসিক সে গন্ধ লইল না—সে তখন লক্ষ পুষ্পের গন্ধে পূর্ণ। হরিদাসের মন আকর্ষণ করিবার অভিপ্রায়ে তাহার অঙ্গ স্পর্শ করিতে হীরা হস্ত প্রসারণ করিল ; কিন্তু হীরার হাত শূন্ত হইতে ফিরিয়া আসিল— একটা প্রবল শক্তি যেন ফিরাইয়া দিল । সাহস ভঙ্গ হইয়া হীরা ক্ষণকাল নিস্তদ্ধ হইয়া বসিয়া রহিল ; কিন্তু তাহার চঞ্চল মন, গৰ্ব্বিত হৃদয় আর স্থির থাকিতে পারিল না—সে তাহার কবরী হইতে দুইটা ফুল লইয়া হরিদাসের অঙ্গোপরি সজোরে নিক্ষেপ করিল। হরিদাসের সমাধি ভঙ্গ হইল ; তিনি অশ্রু মুছিয়া হীরার পাৰে চাহিলন। হীরা তাহার অন্ত্রাদি দেখাইল । হরিদাস তাহার মনোভাব উপলব্ধি করিয়া কহিলেন, “আপনি একটু অপেক্ষা করুন, আমি জপ সারিয়া লই।” হীরা অপেক্ষা করিতে লাগিল। রাত্রি দ্বিপ্রহর অতীত হইল ; জপের বিরাম নাই, তখন সে নিদ্ৰালু হইয় গৃহে প্রত্যাগমন করিল। .* পর দিন সন্ধ্যাকালে হীরা আবার আসিল । হরিদাস তখন জপ আরম্ভ করিয়াছেন। হীরা সন্নিকটে ভূম্যাসনে বসিল এবং গান ধরিবার উপক্ৰম করিল। হরিদাস বলিলেন, “আপনাকে

  • >