পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী কল বড় কষ্ট দিয়েছি, আজ সত্বর জপ সেরে নিয়ে আপনার সঙ্গে আলাপ করব।” হীরা আর গাইতে পারিল না, কে যেন তাহার কণ্ঠ রোধ করিয়া দিল ; হীরা নীরবে বসিয়া রহিল। হরিদাস তখন তাহার গান ধরিলেন। সে অপূৰ্ব্ব সঙ্গীত, এমন গান পৃথিবীতে আর কেহ গায় নাই। হরিদাস মধুময় কণ্ঠে গাইতেছেন— হরি হরি হরি হরি হরি হরি হরি হে, হরি হরি হরি চরি হরি হরি হরি হে। রাত্রি যত বাড়িতে লাগিল, ততই সঙ্গীত-উচ্ছ্বাস উঠিতে লাগিল। স্থাবর জঙ্গম উৎকর্ণ হইয়া গান শুনিতে লাগিল, নদী তাহার কলরব বন্ধ করিয়া সে মধুময় সঙ্গীত শুনিতে উথলিয়া উঠিল, আকাশের দেবতারা পবিত্র হইতে সে সঙ্গীত শুনিতে আসিলেন। গভীর নিশি, জগৎ স্তব্ধ। হীরা দেখিল, হরিদাসের বক্ষ বহিয়া অশ্রধারা গড়াইতেছে, দেহ উচ্ছ্বাসভরে আন্দোলিত, কণ্ঠ আবেগে কম্পিত ; অস্পষ্ট দীপালোকে দেখিল, হরিদাসের মস্তকের কেশরাশি চঞ্চল হইয়া উঠিয়া দাড়াইয়াছে, একটা জ্যোতিঃ যেন তাহাকে বেষ্টন করিয়া ধরিয়াছে, একটা অদৃশু শক্তি যেন তাহার কণ্ঠকে উচ্চ হইতে উচ্চতর গ্রামে উঠাইতেছে। শুনিতে শুনিতে দেখিতে দেখিতে হীরা ভাবিল, এত জপ নয়, এ যে সঙ্গীত ; ক্রমে ভাবিল, এত সঙ্গীত নয়, এযে ; 3 ο