পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী উঠিয়াছে। হীরার বুকের ভিতর সপ্ত মুর জাগিয়া উঠিল; হীরা হঁাটিতে হঁটিতে গাইতে লাগিল— সহসা তাহার পথরোধ করিয়া রামচন্দ্র র্থ দাড়াইলেন , জিজ্ঞাসা করিলেন, “হীরা, এই মলিন বেশে কি তুমি হরিদাসকে ভুলাইতে যাইতেছ?” - হীরা। কাঙ্গালের কাছে কাঙ্গালের বেশই ভাল । রাম। আর হরি নাম গান ? হীরা। এটাও ঠিক ; হরি-ভক্তকে হরি নামে ভুলাতে হয় ? রাম । আর বিমর্ষ বদন ? হীরা। হাসি শুধু তোমার জন্তে । রাম। কিন্তু আজ শেষ দিন, স্মরণ রাখিও । হীরা। স্মরণ আছে। রামচন্দ্র প্রস্থান করিলেন। হীরা ফুটারে প্রবেশ করিবার পূৰ্ব্বে নদীতে নামিয়া হস্ত মুখ প্রক্ষালন করিল। হীরা আজ উপবাসী ; আহারে রুচি ছিল না, তাই আজ উপবাস করিয়াছে। হীরা , ভুললিতলে প্রণাম করিল ; পরে ফুটারে প্রবেশ করিয়া দেখিল, হরিদাসের পূর্ববৎ উন্মত্ত ভাব ; শ্রোতাকে উন্মত্ত করিয়া নিজেও উন্মত্ত হইতেছেন। হীরা আসিয়া দ্বার-প্রাস্তে বসিল । নাম ঝড়বেগে বহিয়া চলিয়াছে। কণ্ঠ গ্রাম হইতে গ্রামান্তরে }

i २२