পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—হরিদাস হীরা । আমি কি নিয়ে থাকব বাবা ? হরি । এই নাম নিয়ে এইখানে থাকবে। যখন কৰ্ম্ম শেষ হ’বে, তখন শ্ৰীক্ষেত্রে চলে যেও । সময় হলে, শ্ৰীকৃষ্ণই তোমাকে ড়েকে নেবেন । হরিদাস প্রস্থান করিলেন। হীরা সেই কুটীরেই রহিল। তাহার অনেক বিভব ঐশ্বৰ্ষ্য ছিল, তদ্বারা সে অনেক সৎকার্যের অনুষ্ঠান করিল। ঐক্ষেত্র-যাত্রীদের সুবিধার্থে তাহার জন্মভূমি হইতে জগন্নাথ-ক্ষেত্র পর্য্যন্ত এক পথ প্রস্তুত করিয়া দিল। সে পথ আজও হীরার জাঙ্গাল নামে পরিচিত। হীরা মস্তক মুগুন করিল, এবং যখন সে ঐক্ষেত্রে গেল, তখন সে তাহার কেশগুচ্ছ জগন্নাথ দেবের মন্দির-প্রাচীরে টাঙ্গাইয়া দিল । কেশগুচ্ছ অনেক দিন তথায় ছিল। দেহ বহু পূর্বে লয় হইয়াছিল, কিন্তু যা ভগবানে অপিত, তা’ সহজে লয় পায় নাই । * -

  • তবে সেই বেগু গুরুর আজ্ঞা লইল,

গৃহবিত্ত যেথা ছিল ব্রাহ্মণেরে দিল । মাথা ঘুড়ি একবস্ত্রে রহিল সে ঘরে, রাত্রি দিনে তিন লক্ষ নাম গ্রহণ করে। চৈতন্ত চরিতামৃত । 一艺米艺一 을(: