পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় অমর—গৌড়ে তখন গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত, হোসেন সা। তিনি বিচক্ষণ, প্রজাবৎসল। তিনি স্বভাবত হিন্দুদ্বেষী ছিলেন না ; তবে হিন্দু মুসলমানের মধ্যে সঙ্ঘর্ষ উপস্থিত হইলে তিনি মুসলমানের পক্ষই অবলম্বন করিতেন। গৌড়ের পরিচয় বাঙ্গালী শত গ্রন্থে পাইয়াছেন ; সুতরাং নুতন করিয়া পরিচয় দিবার প্রয়োজন নাই। দুইটা কথা বলা প্রয়োজন ; গৌড় নগর এল বিস্তৃত যে, তাহার বহু পল্লী ও বহুবাজার ছিল । রামকেলীর নিকট গঙ্গার উপকূলে এক পল্পী ছিল, ব্রাহ্মণের তথায় বাস করিতেন। গোড়া মুসলমানের গৌড়ের অপরাপর পল্লীতে হিন্দুদিগকে তাহদের পর্বদির অনুষ্ঠান করিতে দিত না। দ্বারবাসিনী হইতে রামকেলী পৰ্য্যন্ত বিস্তৃত পল্লীর নাম ছিল, ভট্টপল্লী ; আনুষ্ঠানিক হিন্দুরা সচরাচর তথায় আসিয়া বাস করিতেন। একদা সুলতান হোসেন সী নগর ভ্রমণার্থে অশ্বারোহণে বহির্গত হইবার উদযোগ করিতেছেন। প্রাসাদ সম্মুখস্থ প্রাঙ্গণে সুসজ্জিত অশ্ব দণ্ডায়মান—শরীর-রক্ষী সৈন্যরাও প্রস্তুত। সুলতান তাহার ২৬