পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়--অমর গৌড়ে উজীর গোপীনাথ বসুর সহিত বাক্যালাপ করিতেছেন। গোপীনাথ সুলতানের বড় প্রিয় পাত্র। তিনি উপাধি প্রাপ্ত হইয়াছেন, পুরন্দর খা । তাহার পিতা ঈশানচন্দ্রকেও সুলতান, শ্ৰীমন্ত রায় উপাধি দিয়া সম্মানিত করিয়াছেন। তাহদের পৈতৃক বাস, হুগলী জেলার অন্তর্গত সেয়াখাল গ্রামে। গৌড়েও তাহাদের এক বিশাল অট্টালিকা আছে। গোপীনাথের পশ্চাতে মন্ত্রী কেশব ছত্রী খাঁ ; তার পিছনে আরও কতিপয় পদস্থ রাজকৰ্ম্মচারী। তাদের পিছনে শ্ৰীমন্ত ও অমর। ..بود. ر হোসেন সী, অশ্বপাশ্বে আসিয়া দাড়াইলেন ; অশ্বটীকে পর্য্যবেক্ষণ করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, “আচ্ছা পুরন্দর বলিতে পার, ভাল ভাল ঘোড়াগুলা এদেশে এসে কেন বিগ ড়ে যায় ? মোটা হয়, কিন্তু সে তেজ আর থাকে না । গোপীনাথ কি উত্তর করিবেন স্থির করিতে না পারিয়া ছত্রীর পানে চাহিলেন ; ছত্ৰী গোপে মোচড় দিয়া পশ্চাতে চাহিলেন, সকলেই নীরব। এমন সময় অমর অগ্রসর হইয়া যুক্তকরে উত্তর করিলেন, “জাহাপনা, এদেশের ঘাস ঘোড়াকে দুৰ্ব্বল করে।” সুলতান। কেন ? - - - অমর। ঘাসে জলের ভাগ বেশী থাকে, তাতে মেদ বৃদ্ধি করে, কিন্তু শক্তির অন্তরায় হয় । । সুলতান। তুমি কি শুকনো ঘাস দিতে বল ? : २१