পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী _ অমর। ই জাহাপনা। পাহাড়ে বা কঙ্করময় প্রদেশে যে সব ঘাস জন্মায়, সে সব ঘাসে জলের ভাগ কম ; তারা মেদ বাড়ায় না, কিন্তু তেজ বাড়ায় । সুলতান । তুমি কে যুবক ? অমর। জাহাপনার সামান্ত ভূত্য । সুলতান। উত্তম, তোমাকে অশ্বশালার অধ্যক্ষ পদে নিযুক্ত করিলাম । উপরি উক্ত ঘটনার কিছু কাল পরে হোসেন সা একদা তাহার কৰ্ম্মচারীদের বলিলেন, “আগামী কল্য প্রভাতে আমি শিকারে যাব ; যারা বাঘ দেখে ভয় পাবে না, তারা আমার সঙ্গে চলো।” । বৃদ্ধ গোপীনাথ সহাস্তে উত্তর করিলেন, “জাঙ্গাপন ছাড়া আর কাউকে কখন ভয় করিনি ; এখন বয়স হয়েছে—সকলকেই এখন ভয় হয় ।” সুলতান একটু হাসিয়া বলিলেন, “তোমাকে আমি যেতে বলিনি পুরন্দর ; যাহারা যুবক ও সাহসী তাহারা যাবে।” অনেকেই সাজিল ৷ যথাকলে সুলতান প্রাঙ্গণে আসিয়া দেখিলেন, প্রাঙ্গণ অশ্বে পূর্ণ। তাহার মধ্যে একটা অতি উচ্চ মহাতেজস্বী অশ্ব সুলতানের নয়নাকর্ষণ করিল ; তাহার পৃষ্ঠ যেন ধনুকের দ্যায়, গ্রীবা কতকটা রাজহংসের গ্রীবার স্যায়, কটিতট ক্ষীণ, ক্ষুরের উপরিভাগও ক্ষীণ ; সহস্র ঘোড়ার মধ্যে সেই રાજ