পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়–অমর গৌড়ে অমরনাথ অভিবাদন করিলেন। গোপীনাথ উঠিয়া বলিলেন, “জীiহাপনা বোধ হয় অবগত নহেন, অমরনাথের একটী ছোট ভাই আছেনু ; আমার প্রার্থনা, তাহাকে অশ্বশালার অধ্যক্ষ পদে নিযুক্ত করেন ।” সুলতান । আমি সানন্দে প্রার্থনা মঞ্জুর করিলাম । গোপীনাথ । জাহাপনা, এই দুই ভাই একদিন আপনার রাজ্যের স্তম্ভ হইবে । এই বুড়ার কথা স্মরণ রাখিবেন, এই অমরনাথ হইতে আপনার রাজ্য শ্ৰীবৃদ্ধি লাভ করিবে ; এমন অসাধারণ প্রতিভা আমি কোথাও দেখি নাই । তা’র দুই বৎসর পরে একদা সুলতান দরবারে বসিয়া জিজ্ঞাসা করিলেন, “আচ্ছা বলতে পার, ক্ষুদ্র রাজা ত্রিপুরেশ্বর ধন মাণিক্যের হাতে কেন আমরা পরাস্ত হ’লুম।” কেহ বলিলেন, সেনাপতি ছুটী ধার দোষে । কেহ বলিল, আমাদের সৈন্তাধ্যক্ষ গেীর মল্লিকের অকস্মাৎ মৃত্যু জন্ত । কেহ বলিলেন, আমাদের সৈন্ত কম ছিল, তাই । এই ভাবে নানারকম উত্তর হইল। সুলতান জিজ্ঞাসা করিলেন, “তোমার কি অভিমত কোতোয়াল সাহেব ?” অমর । আমাদের নৌকা ছিল না বলে জাহাপনা । । ులి