পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী । মুল । সে কি রকম ? অমর। ও সব পাহাড়ে দেশ–অনেক নদী । বর্ষায় দেশ ভেসে গেল, আমরা দাড়াবার স্থান পেলাম না ; শত্ৰু-সেনাপতি চয়চাগ সেই সুযোগে আমাদের বিব্রত করে তুলল—রসদ বন্ধ করে দিল—ঘোড়া কতক মারল, কতক জলে ভেসে গেল । কাজেই শেষে আমাদের পালিয়ে আসতে হ’লো । বিপুল শ্মশ্রভারাক্রান্ত সেনাপতি ইসমাইল গাজি উঠিয়া বলিলেন,—“কোঁতোয়াল সাহেব ঠিক বাৎ বলেছেন।” সুলতান। অমরনাথ, তোমার তীক্ষ্ণ বুদ্ধি দৃষ্টে আমি চমৎকৃত হইলাম। আমি তোমাকে যুদ্ধ বিভাগের মন্ত্রী করিলাম, আর তোমার উপাধি হইল—সাকের মল্লিক * । তা’র কিছুকাল পরে—তখন গোপীনাথ সরিয়া পড়িয়াছেন— একদা মুলতান জিজ্ঞাসা করিলেন, “আমরা ত কিছুতেই উড়িষ্যা জয় করতে পারছি না—কোন পরামর্শ দিতে পার, সেনাপতি সাহেব ?” সেনাপতি র্তাহার শ্মশ্র রাশিকে তোয়াজ করিয়া উত্তর করিলেন, “প্রতাপরুদ্র বড় শক্ত রাজা আছে জাহাপনা ।” মুলতান । তা’ ত আছে ; আমরাই কি নরম ? কেশব। কথা হচ্ছে, আমাদের এখান হতে সেজেগুজে রসদ নিয়ে যেতে হয়, আর—

  • छ्ांबौ-cश्वं ।

H8