পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়-অমর গৌড়ে সুলতান। সে সব কথা আমিও জানি। আমি শুনতে চাই কোনও উপায়ে আমরা উড়িষ্য জয় করতে পারি কি না । কেহ কোনও উত্তর করিলেন না । ক্ষণপরে সুলতান জিজ্ঞাসা করিলেন, “তুমিও কি কোন উপায়ের কথা বলতে পার না, সাকর মল্লিক ?” সাকর। জাহাপনা, কৌশলে কার্য্যোদ্ধার হতে পারে । সুলতান। কৌশলটা কি ? সাকর । যখন প্রতাপরুদ্র রাজধানীতে থাকবেন না, তখন আমরা উড়িষ্যা আক্রমণ করব । সেনাপতি একটু অধৈৰ্য্য হইয়া বলিয়া উঠিলেন, “আমরা কি প্রতাপরুদ্রকে বলব ওগো তুমি সরে যাও, আমরা উড়িষ্যা আক্রমণ করব ?” সাকর মল্লিক একটু ভৎসনার সহিত বলিলেন, “ব্যস্ত হবেন। না সেনাপতি সাহেব, আমি সুলতানের কাছে আমার বক্তব্য নিবেদন করছি।” পরে সুলতানের দিকে ফিরিয়া বলিলেন, “আমরা দক্ষিণে যুদ্ধ বাধাব, প্রতাপ সসৈন্তে সেই দিকে ছুটে যাবেন ; আমরা তখন র্তাহার অনুপস্থিতে সহসা রাজধানী অধিকার করে বসব ।” স্থল। দক্ষিণে যুদ্ধ বাধাব কিরূপে ? সাক । তা’র উপায় কঠিন নয়, সে ভার আমি নিলাম। (LA