পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী ছেন। তার ভাব এক্ষণে স্বতন্ত্র ; সে চাঞ্চল্য আর নাই— এখন তিনি সকল সময়ে হরিপ্রেমে মাতোয়ার । অনেকের বিশ্বাস তিনি স্বয়ং ভগবান শ্ৰীকৃষ্ণ । so উজির সাহেব আকাশ পানে চাহিয়া রহিলেন । সমস্ত বক্ষ আলোড়িত করিয়া একটা গভীর নিশ্বাস পড়িল ।

পঞ্চম অধ্যায় হরিদাস সপ্তগ্রামে সাতখানি গ্রাম লইয়া সপ্তগ্রাম। হরিদ্রপুর গোবিন্দপুর, সেকেনদরপুর, চন্দনপুর, সাহাপুর, কৃষ্ণপুর ও সাতগা—এই সাত খানি গ্রাম লইয়া বিশাল বাণিজ্য-কেন্দ্র সপ্তগ্রাম সরস্বতী নদীর তীরে গঠিত । হইয়াছিল। বন্দরে বড় বড় জাহাজ আসিয়া লাগিত, আর বিবিধ পণ্যদ্রব্য লইয়া মিশর, সুমাত্রা পেগু প্রভৃতি দেশে যাইত। বাঙ্গালায় যাহা কিছু উপজাত হইত তাহা সপ্তগ্রামে আসিত । সোণারগার বিখ্যাত মলমল, হিজলীর তৃণ হইতে উৎপন্ন স্থত্ন বস্ত্র, টাড়া ও শ্ৰীপুরের তুলাজাত বস্ত্র, কুচবিহারের মৃগনাভি, রেশম ও কার্পাস বস্ত্র, বাঙ্গালার হীরক-খচিত স্বর্ণ রৌপ্যের অলঙ্কার, কাস। পিতলের ।

  • . ○ゲ