পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—হরিদাস সপ্তগ্রামে বাসন, উৎকৃষ্ট চিত্র, ঢাকার শাখা, গলার বার্ণিস, মাটর বাসন প্রভৃতি প্রচুর পরিমাণে আমদানি হইত ও ভারতের বাহিরে রপ্তানি হইত। ” সপ্তগ্রাম-সরকার বহুদূর বিস্তৃত ছিল। হাতিয়াগড় (ডায়মগুহারবার), মহল কলকত্তা, কপোতাক্ষের তীর, নদীয়া ও বহরমপুরের কিয়দংশ লইয়া সরকার-সপ্তগ্রাম। এই সরকার যিনি গৌড়রাজের নিকট হইতে বন্দোবস্ত লইয়াছিলেন, তিনি আদায় করিতেন প্রায় বার লক্ষ টাকা, আর রাজস্ব রাজ-সরকারে দিতে হইত চারি লক্ষ আঠার হাজার রূপেইয়া বা রূপেয় । এই লাভবান প্রদেশ সম্প্রতি ইজারা লইয়াছিলেন, হিরণ্যদাস ও গোবৰ্দ্ধনদাস, ইহঁরা কায়স্থ ; কিন্তু সপ্তগ্রামের অধিকাংশ অধিবাসী তখনকার দিনে সুবর্ণবণিক ছিলেন। - হিরণ্য ও গোবৰ্দ্ধন, দুই ভাই দেশের রাজা। রাজা হইলেও তাহারা গৰ্ব্বিত বা অত্যাচারী ছিলেন না। র্তাহারা সদ্ব্যয়ী ও ধৰ্ম্মানুরাগী ছিলেন ; দেবালয় ও জলাশয় প্রতিষ্ঠা, অতিথিশালা ও চতুষ্পাঠী-স্থাপন প্রভৃতি নানাপ্রকার সৎকাৰ্য্য ইহাদের দ্বারা অমুষ্ঠিত হইত। কিন্তু ভজন সাধন মার্গ যে কি, তাহ তাহারা বুঝিতেন না। মন্দির-দ্বারে একবার মাথা খুড়িলেই ভক্তি যথেষ্ট করা হইত মনে করিতেন। দরিদ্রকে একমুঠা অন্ন দান করিলে জীবে দয়া প্রচুর পরিমাণে করা হইল এইরূপ বুঝিতেন ; তারপর ులిసె