পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী বাকি খাজনার জন্তে এক প্রজাকে সপরিবারে রাস্তায় বসাও না কেন, তাতে কোন অপরাধ আছে মনে করিতেন না। আগে বিষয় কৰ্ম্ম, তারপর ধৰ্ম্ম। : g জ্যেষ্ঠ হিরণ্যর সন্তানাদি ছিল না। কনিষ্ঠ গোবৰ্দ্ধনের একটি মাত্র পুত্র ; তার নাম রঘুনাথ । তিনি দাস-পরিবারের নয়নমণি । অনেক মানৎ করিয়া ছেলেটি হইয়াছে। নিমাই পণ্ডিতের উপনয়ন উপলক্ষে গোবৰ্দ্ধন সস্ত্রীক নবদ্বীপে গিয়াছিলেন ; নিমাইয়ের অতুলনীয় রূপ দৃষ্টে অপুত্ৰক গোবৰ্দ্ধন-ঘরণীর ইচ্ছা জন্মিয়াছিল যে, তাহার ঐ রকম একটি সৰ্ব্বশোভাময় সস্তান হয়। তাহার দুই এক বৎসর মধ্যেই রঘুনাথ জন্মগ্রহণ করিলেন। রঘুনাথ উপযুক্ত বয়স লাভ করিলে, বিদ্যাশিক্ষার্থে কুল-পুরোহিত বলরাম আচার্য্যের গৃহে প্রেরিত হইলেন। বলরামের গৃহ নগরের প্রান্তে চাদপাড়া নামক পল্লীতে। পল্লীটি জনবহুল নয়, অধিবাসীরা সকলেই ব্রাহ্মণ। তখনকার দিনে হিন্দুরা এক এক বর্ণ এক এক পল্লীতে সকলেই সচরাচর বাস করিত। আচাৰ্য্য মহাশয় এই ব্রাহ্মণ-পল্লীর সকলেরই বিশেষ শ্রদ্ধার পাত্র। অবস্থাও তার ভাল। তিনি কৃষ্ণভক্ত, তেজস্বী ও উদারচিত্ত । সম্প্রতি বলরামের গৃহে একজন অতিথি আসিয়াছেন ; তিনি আমাদের উৎপীড়িত হরিদাস। নানাস্থান ঘুরিয়া অবশেষে তিনি সপ্তগ্রামে আসিয়াছেন। কোথাও শান্তি পান নাই ; তাহার 8 e :