পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী ভূপৃষ্ঠে লুটাইয়া পড়িলেন । ক্ষণপরে হরিদাস বলিলেন, “ওই দেখ রঘুনাথ, কৃষ্ণ তোমার হৃদয়ে এসেছেন, তার চরণভরে তোমার হৃদয় কপিছে, তুমি কাপছ ; চোখ বুজে দেখ, কৃষ্ণ তোমার হৃদয়ে বসেছেন।” রঘুনাথের কান্নার বেগ আরও বাড়িয়া উঠিল—তিনি আর সামলাইতে পারিলেন না, মুৰ্ছিত হইয়া পড়িলেন। হরিদাস, রঘুনাথের অচৈতন্য দেহ বেষ্টন করিয়া নৃত্য আরম্ভ করিলেন, মুখে হরিনাম, নয়নে জল, হৃদয় কৃষ্ণময় । স্বল্পকাল মধ্যে রঘুনাথ উঠিয়া বসিলেন ; কিন্তু তাহার হৃদয় তখনও কাপিতেছে । হরিদাসের নৃত্যের বিরাম নাই ; তদৃষ্টে রঘুনাথ আর স্থির থাকিতে পারিলেন না—তিনি উঠিয়া নৃত্যে যোগদান করিলেন। উভয়ে আবার গান ধরিলেন,— নীলকান্তমণি কৃষ্ণ একবার এস হে— রাজরাজেশ্বর কৃষ্ণ আমার এস হে— আমার স্বখময় শোভাময় প্রেমময় এস হে— হৃদয়শোভন নয়নরঞ্জন আমার এস হে । - প্রাঙ্গণে লোক দাড়াইয়া গিয়াছিল, তাহ কাহারও লক্ষ্য হইল না—নৃত্য ও গান সমভাবে চলিতে লাগিল। প্রাঙ্গণ হইতে এক ব্যক্তি কহিল, "রঘুনাথ, বেশ লেখাপড়া শিখছ ত ?” ২য় ব্যক্তি । রঘুনাথ বালক, তা’র অপরাধ কি ? যত নষ্ট্রের গোড়া এই মুসলমানটা । . و 8