পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী ছিলেন, “হৃদয়শোভন নয়নরঞ্জন, আমার এস হে৷” ক্রুদ্ধ হিরণ্যর তর্জন গর্জনে তাহদের ভাব নষ্ট হইল এবং অচিরে তাহারা বাহ্যজ্ঞান লাভ করিলেন । হিরণ্য ক্রোধাভরে কহিলেন, “এই কি তোমার বিদ্যাশিক্ষা রঘুনাথ ?” রঘু। এই ত জ্যেঠা, শ্রেষ্ঠ শিক্ষা ; পুথি পড়ে কি হবে ? হিরণ্য ! তোমার বাপ পিতামহ যা’ করে এসেছেন, তাই কর ; আমরা কি ধৰ্ম্ম কৰ্ম্ম করি না । রঘু। আমি ত ধৰ্ম্ম কৰ্ম্ম চাই না। হির। কি চাও তবে ? রঘু। চাই আমার কৃষ্ণকে । হির। দেখছি পাগলে তোমায় পাগল করেছে । তারপর আচার্য্যের পানে ফিরিয়া বলিলেন, “ঠাকুর, এ মুসলমানটাকে এখানে আর রাখতে পাবেন না ; ইচ্ছা হয়, অন্তক্ৰ স্থান দেন।” বলরাম। বেশ ; আমার শয়ন-গৃহে অতঃপর ইহঁার স্থান হইবে । - হিরণ্য। আপনার শয়ন-গৃহে ! সে কি ! বলরাম। হরিদাস আমার আশ্রিত। হিরণ্য। আপনি কি ধৰ্ম্ম সমাজ মানেন না ? বলরাম। প্রয়োজন হয়, সে জবাবদিহি অন্যত্র করব । - 8bア