পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় 't কাজির বিচার সপ্তগ্রাম ছাড়িয়া হরিদাস শাস্তিপুরে আসিলেন ; তথায় অদ্বৈতাচার্য্যের নিকট দীক্ষা লইয়া গঙ্গাতীরে বাস করিতে লাগিলেন। নিমাই পণ্ডিতের নাম তখন চারিদিকে। তিনি হরিনামে চতুর্দিক মাতাইয়া তুলিয়াছেন ; হরিনামের একটা প্রবল স্রোত, নবদ্বীপ ও শাস্তিপুর প্লাবিত করিয়া তুলিয়াছে। হরিদাস মনের আনন্দে সেই স্রোতে অঙ্গ ভাসাইয়া দিলেন। কিন্তু এ আনন্দ র্তাহার স্থায়ী হইল না। - শাস্তিপুর ও নবদ্বীপের শাসনকর্তা তখন গোরাই কাজি। তিনি দেখিলেন, হরিনামে দেশে একটা বিপ্লব তুলিয়াছে। ইসলাম-ধৰ্ম্মীরা বড়ই অসন্তোষ প্রকাশ করিতে লাগিল। কাজি ইহাও দেখিলেন, যাহারা সম্প্রতি মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিয়াছে, তাহারা বড়ই বিচলিত হইয়া উঠিয়াছে। কাজির নিকট এমনও সংবাদ আসিতে লাগিল যে, তাহারা গোপনে হরিনাম করে। কাজি বিবেচনা করিয়া দেখিলেন, এ ক্ষেত্রে কোনও হিন্দুকে বিশেষরূপে শাস্তি না দিলে, হিন্দুদের এ ধৰ্ম্মান্দোলন বন্ধ হইবে না । ইসলাম ধৰ্ম্ম রক্ষা করিতে