পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—কাজির বিচার হইলে হিন্দুদের এ আন্দোলন অচিরে বন্ধ করিতে হইবে। কিন্তু কোন ব্যক্তিকে ধরিয়া জল্লাদের হাতে তুলিয়া দেওয়া যায় ? নবদ্বীপ বা শাস্তিপুরে—নিমাই পণ্ডিত বা অদ্বৈতাচার্য্যের কাছে বেসিবার যো নাই। র্তাহীদের কোনও স্বগণের অঙ্গে হস্তপণ করিলে সমস্ত হিন্দুরা ক্ষেপিয়া উঠিয়া দেশে একটা বিদ্রোহ উপস্থিত করিতে পারে। তাহতে তিনি নানাপ্রকারে বিপদগ্ৰস্ত হইতে পারেন, সুলতানের নিকটে ও তিরস্কৃত হইবার সম্ভাবনা । তবে কাহাকে ধরা যায় ? এক আছে নিরাশ্রয় হরিদাস । কাজি সাহেব র্তাহাকেই উপযুক্ত পত্রি বিবেচনা করিয়া ধরিলেন । হরিদাস অনাথ কাঙ্গাল ; হরিদাসের বন্ধু নাই, আত্মীয় নাই, অর্থ নাই ; হরিদাসই উপযুক্ত পাত্ৰবোধে ধৃত হইলেন । কাজি প্রকাশ করিলেন, হরিদাস কেন মুসলমান হইয়া হরিনাম করে ? হরিদাসের এবম্বিধ গুরুতর অপবাধের বিচার তিনি নিজেই fকরিতে পারিতেন ; কিন্তু সুলতানের নিকট কিঞ্চিৎ যশঃপ্রাপ্তির আশায় হরিদাসকে গৌড়ে বিচারার্থে পাঠাইলেন। ধৰ্ম্মপরায়ণ ও মহাপণ্ডিত গৌড়ের কাজি তোগলক্‌ খী হরিদাসের বিচার করিতে বসিয়াছেন। সুলতান সিংহাসনে উপবিষ্ট ; উজির ও অমাত্যবর্গ নিজ নিজ স্থানে অবস্থান করিতেছেন। তোগুলক্‌ ৰ্থ সুলতানকে অভিবাদন করিয়া বলিলেন,—“আপনার ভূত্য কাজি গোরাই খ এই গৌড়-রাজ্যের পরম হিতৈষী ও ইসলাম &?