পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী • ধৰ্ম্মের স্তস্তস্বরূপ। আপনার ভৃত্যদের মধ্যে র্তাহার ন্যায় কৰ্ত্তব্যনিষ্ঠ ও ধৰ্ম্মপরায়ণ অতি অল্পই আছেন । তিনি আশঙ্কা করিতেছেন, কতকগুলা কাফের এই পবিত্র ইসলাম ধৰ্ম্ম ও এই অজেয় গৌড়রাজ্য ধবংস করিবার চেষ্টা করিতেছে । শান্তিপুর ও নবদ্বীপ প্রদেশে একটা বিপ্লব উপস্থিত হইয়াছে, এখনও বেশীদূর বিস্তৃত হয় নাই। বিস্তৃত হইবার পূর্বেই তিনি বিদ্রোহীদের নেতা হরিদাসকে অনেক কৌশলে ধরিয়া বিচারার্থে জনাবের দরবারে প্রেরণ করিয়াছেন।” - - সুলতান। বিদ্রোহ ? আমার রাজ্যমধ্যে বিদ্রোহ ? উজির সাহেব, সে কথা ত তুমি আমাকে বল নি ? উজির। বিদ্রোহ কোথাও থাকলে আপনাকে বলতাম, জাহাপনা। কাজি সাহেব আগাগোড়া আপনাকে ভুল বুঝিয়েছেন। বিদ্রোহ কোথাও নেই। এক ব্যক্তি হরিনাম করে বেড়ায়, তাকেই ধরে গোরাই কাজি পাঠিয়েছে। সে জাহপনার কাছে কিছু ইমাম চায়, আর আমাদের কাজি তোগুলক্ খাঁ কিছু যশ:প্রার্থী। কাহারও কোন কাজ নেই, কি করেন । । - . . . . . সুলতান একটু হাসিয়া বলিলেন,—“তাই নাকি কাজি সাহেব ?” " . . . কাজি। কি আর বলব জনাব ? উজিরের কথার উপর কথা @议