পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—কাজির বিচার বলতে আমার সাহস হয় না। এখনই দেখতে পাবেন, আমার কথা সত্য কি না,—আমি অপরাধীকে আনতে আদেশ দিয়েছি। শৃঙ্খলিত হরিদাস অচিরে আনীত হইলেন । দরবারের একাংশে একটি মঞ্চ ছিল, হরিদাস তা’র উপর দাড়াইলেন। প্রহরী, জল্লাদ তাহার আশে পাশে দাড়াইল । হরিদাসের বদনমণ্ডলে চিস্তা বা ভয়ের কোন চিহ্ন দেখা গেল না ; বরং তঁহাকে যেন প্রফুল্ল বলিয়া বোধ হইল। আহার নিদ্রা ত্যাগ করিয়া হরিদাস পূৰ্ব্ব রাত্রি নাম কীৰ্ত্তনে অতিবাহিত করিয়াছেন। ডাকের সঙ্গে সঙ্গে প্রফুল্লতা আসিয়াছে। হরিদাস কিঞ্চিৎ স্থূলকায় ছিলেন, তাহার অঙ্গের বর্ণও শুম। কিন্তু তাহার মুখের এমন একটা কমনীয় ভাব ছিল, সমস্ত দেহকে বেষ্টন করিয়া এমন একটা জ্যোতি ছিল যে, তাহাকে দেখিলেই মনে হইত, ইনি সাধারণ হইতে স্বতন্ত্র । কাজি বন্দীকে জিজ্ঞাসা করিলেন, “তোমার নাম কি ?” হরি । হরিদাস । কাজি। তুমি কোন ধৰ্ম্মাবলম্বী ? হরি। আমি হরিনামাশ্রয়ী । কাজি। সে কি ? তুমি হিন্দু ন মুসলমান ? হরি। তাহ ত আমি ঠিক জানি না—আমি জানি শুধু ছরিনাম । . . . .