পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—কাজির বিচার সুলতান। আল্লার নাম ছেড়ে হরিনাম ধরলে কেন ? হরি। আমি ত ধরি নি, কে আমায় ধরিয়েছে । মুলতান। তুমি হরিনাম ত্যাগ কর । হরি। “খণ্ড খণ্ড যদি হই যায় যদি প্রাণ, ' তবুও বদনে আমি না ছাড়ি হরিনাম।” সুলতান । আমি তোমাকে পদ দেব, জায়গীর দেব, ঐশ্বৰ্য্য দ ব--- হরি। আমি যে ঐশ্বর্য্যের কাঙ্গাল, তা যে তোমার ভাণ্ডারে নই সুলতান । w কাজি অধৈৰ্য্য হইয়া বলিয়। উঠিলেন, “একে কুত্তা দয়ে— ?” সুলতান গম্ভীরভাবে বলিলেন, “না ।” কাজি । একে জ্যাস্ত কবর— ? সুল । না । কাজি। তবে কি মুক্তি দিতে চান ? সুল । আমার ইচ্ছা তাই, কিন্তু— কাজি। তা হলে জাহাপনা দেশে আর ধৰ্ম্ম থাকবে Iা—আমাদের ধরে ধরে হিন্দু করবে। সুল। তোমার অভিপ্রায় কি ? কাজি। সহর খুরাইয়া কোড়া লাগাই। : @@