পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—কাজির বিচার কোন অপরাধ লইও না।” যখন মুৰ্ছিত-প্রায়, তখনও যুক্তকরে বলিতেছেন,— - o “এ সব জীবেরে প্রভু করহ প্রসাদ, } মোর দ্রোহে এ সবার নহে অপরাধ।” তাহার অঙ্গ ক্ষতবিক্ষত, দেহ রক্তপ্নত, সে দিকে তাহার লক্ষ্য নাই ; তিনি জল্লাদদের জন্ত ভগবানের নিকট ক্ষমা ভিক্ষা চাহিতেছেন,—“প্রভু, এ অজ্ঞদের ক্ষমা কর।” অবশেষে হরিদাস চৈতন্তশূন্ত হইয়া ভূপৃষ্ঠে লুটাইয় পড়িলেন। পড়িবার পূৰ্ব্বে শেষ নিশ্বাসের সহিত বলিলেন, “এদের ক্ষমা কর, হরি।” - জল্লাদ, কাজির নিকট সংবাদ দিল, হরিদাস প্রাণত্যাগ করিয়াছেন। কাজি সাহেব মহাপুলকিত হইয়া বলিলেন, “কেমন কৌশলে কাৰ্য্য উদ্ধার করেছি, সুলতান কিছুতেই মারতে দেবে না ! এ সব আগুনের ফুলকি রাখতে আছে! যাও, এখন তা’র দেহটাকে দরিয়ায় ছেড়ে দেও—যথা ইচ্ছা যাক ৷” হরিদাসের মৃতবৎ দেহ যখন গঙ্গাগর্ভে নিক্ষিপ্ত হয়, তখন অনেক হিন্দু তীরে দাড়াইয়া হাহাকার করিতেছিলেন। সন্ধ্যার অন্ধকারে আকাশ ছাইয়া আসিয়াছে ; ব্রাহ্মণের সন্ধ্যাবন্দনা ত্যাগ করিয়া হরিদাসের বিসর্জন দেখিতে লাগিলেন। সেই দর্শকবৃন্দের মধ্যে অমর, সন্তোষ ও অনুপ র্তাহাদের কয়েকজন । - - 4t