পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—কাজির বিচার তাহাকে সরাইয়া ত্রিপুরেশ্বরের রাজ্য মধ্যে দিয়া আসিবে। পরিবে ? অনুপ"। নিশ্চয়—আপনার আদেশ পেলে সব পারি । অমর। আর এক কথা, গোরাই কাজি হিন্দুর উপর বড় অত্যাচার আরম্ভ করেছে ; তা’র কাছে হুকুম পাঠাও, সে যেন হিন্দুকে পীড়ন না করে ; হুকুম অমান্ত করলে তা’কে গৌড় রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এমন সময়ে সন্তোষ ফিরিয়া আসিলেন ; অমর জিজ্ঞাসা করিলেন, “এর মধ্যে ফিরলে যে ?” সন্তোষ। আমি গিয়া দেখিলাম, তিনি তীরে উঠতেছেন। অর্থ, আহার্য্য, আশ্রয় দিতে চাহিলাম ; তিনি হাসিতে হাসিতে প্রত্যাখ্যান করিলেন । : অমর। কি বলিলেন ? সন্তোষ । বলিলেন, “আমার ব্যবস্থা ঐহরি করিয়া রাখিয়াছেন।” অমর। তাহণকে কেমন দেখিলে ? সন্তোষ। বড় দুৰ্ব্বল মনে হ’ল না ; অন্ধকারে আঘাতের চিহ্ন কিছু দেখিতে পাইলাম না । অমর। জানি না, এ মহাপুরুষের সাক্ষাৎ জীবনে আর কখন পাব কি না । to,