পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় অমরের দগ্ধচিত্ত “আমার এ সব আমোদ-প্রমোদ কিছু ভাল লাগছে না সমু, সব বন্ধ করে দেও ।” "সেকি দাদা, আজ যে তুমি উড়িষ্যা জয় করে ফিরেছ।” “আমার সৰ্ব্বনাশ করে ফিরেছি।” সন্তোষ বিস্ময়ের ভাণ করিয়া বলিলেন, “সে কি দাদা, রাজ্যময় তোমার যশঃ, সুলতান তোমার গোলাম, আর তুমি কি না বলছ তোমার সৰ্ব্বনাশ হয়েছে !” অমর। উড়িষ্যায় আমি সব হারিয়ে এসেছি। সন্তোষ । কি হারিয়েছ দাদা ? অমর | হিন্দুত্ব, মনুষ্যত্ব, ধৰ্ম্ম— সন্তোষ । তা কি আজ হারালে ? অমর। যা’ কিছু ছিল, তা’ উড়িষ্যায় হারিয়ে এসেছি। সন্তোষ । তা হলে এতদিন কিছু ছিল। আচ্ছা দাদা, যখন ড়িষ্যা-বিজয়ে যাও, তখন কি জানতে না সব হারাতে হবে ? অমর। না সমু, এতটা হ’বে তা’ আমি আগে ভাবিনি। (به وی