পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቆ” প্রথম অধ্যায়-অমরের দগ্ধচিত্ত সে ত আমাদের দ্যায় মনুষ্যত্ববর্জিত ধৰ্ম্মভ্রষ্ট ছিল না,—তা’র একটা বিশ্বাস ছিল, একটা ধৰ্ম্ম ছিল—তা সে ধৰ্ম্ম পৈশাচিক হো’ক বা যাই হোক। সে নিজের বিশ্বাসের বশবর্তী হয়ে স্বাধীন চিত্ত ল’য়ে কাজ করত । আমরা নামে হিন্দু, কার্য্যে মুসলমান ; আমরা পূজি কৃষ্ণকে, ভাঙ্গি তার মূৰ্ত্তিকে । আমাদের কি আছে দাদা ? অমর। আমাদের পরিত্রাণের উপায় কি সৰু ? অার ঘে পাপের বোঝা বইতে পারি না । সন্তোষ । যখন গ্রীষ্ম অসহ হবে, তখনই বর্ষ নাম্বে। ভয় ক ? অমর। ভয় যে অনেক সমু । সন্তোষ। পাপে অজামিল হ’তে পারলে না, তাই বুঝি আশঙ্ক৷ Fরছ ? তবু বলছি ভয় নেই, বোঝা চাপিয়ে যাও। অমর । তার পর ? সন্তোষ। তা’র পর আর কি ? লোকে বলে অমুক ব্যক্তি, শ্বির-চিহ্নিত মহাপুরুষ, তা আমরা পাপে প্রতিদ্বন্দ্বিহীন হ’য়ে ঠলে আমাদের প্রতিও তার নজর পড়বে। -- অমর। তুমি গভীর দুঃখে এ কথা বলছ সনু । সন্তোষ। পাপীর মনে সুখ কোথায় দাদা ? তুমি উড়িষ্যা জয় করে এসে কাদতে বসেছ কেন ? ' অমর। সম্ব, একটা উপায় ঠিক কর । , V&