পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়-অমরের দগ্ধচিত্ত অমর। ঠিক হয়েছে; জানি বাঘ ঘরে ফিরলে ফেরুদল পালাবে। সুলতান তা’ হ’লে শীঘ্রই ফিরছেন। অকুপ । এত দিনে বোধ হয়, ইসমাইল গাজি গড় মান্দারণে আশ্রয় নিয়েছেন ; আর সুলতান অৰ্দ্ধেক সৈন্য হারিয়ে গৌড়ের দকে প্রাণভয়ে ছুটেছেন। - সস্তোষ। সংবাদ শুভ । অমর । ঠিক শুভ নয়, আমাদের মনিব হারলে সেটা আমা দর ও হার । সন্তোষ । দাদা, আমাদের কয় জন মনিব ? অমর। তাহাকে ত আজও তুমি মনিব করে নিতে পারনি বনু ! যে দিন পারবে, সে দিন এ মনিবের সঙ্গে সকল সম্বন্ধ ত্যাগ করবে । অনুপ । আমি অত বুঝি না । আমার প্রাণ আজ আনন্দে মতে উঠেছে—চারিদিকে আমার দাদার জয়ধ্বনি । সকলে বলছে শেঃ আপনার, কলঙ্ক সুলতানের। ইচ্ছা করছে, আজ টেকশাল ধুলে বিলিয়ে দি । - অমর। ভুল বুঝেছ অনু, যেটাকে যশঃ বলছ, সেটা আমার কলঙ্ক । সে সব কথা যাক ; আমাদের এখানকার খেলা শীঘ্র ভাঙ্গবে বলে মনে হয়। একটু আগে হ’তে প্রস্তুত থাকায় ক্ষতি नई । । ቈግ