পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী নর। নিরানন্দ আবার কোথায় দেখলে ? হরি। ওই দেখ, চোখ বুজে দেখ, নবদ্বীপ কেঁদে ভাসিয়ে দিচ্ছে ; ওই শোন, কাণ বুজে প্রাণ দিয়ে শোন, কান্নার রোলে নবদ্বীপ কেঁপে উঠছে—একটা হাহাকারধ্বনি গঙ্গার উপর দিয়ে বয়ে চলেছে। ওই শোন, একটা চীৎকার উঠছে, “আমাদের হৃদয়চাদ, নবদ্বীপের চাদ কোথায় গেল।’ আমি যে আর স্থির থাকতে পারছি না ঠাকুর । কোন পথে যাই, কোথায় যাই ? নর। হরিদাস ঠাকুর, তোমায় চিরদিন ধীর বলে জানি ; আজ সহসা ধৈর্য্য হারায়ে এ সব কি বক্‌ছ ? নিশ্চিন্ত থাক, প্রভূ নদীয়ায় আছেন । হরি। না নেই—তিনি নদীয়ায় নেই ; নদীয় শূন্ত, অন্ধকার। ঐ যে তিনি গঙ্গার ধারে ধারে দ্রুতপদে একাকী ছুটছেন! প্রভু, আস্তে যাও, চরণে কাটা বিধবে—আমি বুক পেতে দিচ্ছি, আমার বুকের উপর দিয়ে যাও—না, না, আমার বুক কঠিন, তোমার কোমল চরণে বাজবে ; আমার মাথার উপর দিয়ে যাও—না, সে আরও কঠিন প্রভু, প্রভূ— বলিতে বলিতে হরিদাস মূৰ্ছিত হইয়া পড়িলেন। নরহরি ছুটিয়া আসিয়া তাহাকে জল হইতে উঠাইলেন এবং তীরের উপর অপেক্ষাকৃত শুষ্ক স্থানে শোয়াইলেন। সহসা দুরে কে ডাকিল, “হরিদাস” “হরিদাস”। १२ -