পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী হরিদাস । তা’ আমি জানি, তিনি গঙ্গার ধার দিয়ে কাটোয়ার দিকে চলেছেন । রঘু। সত্য ? চল আমরাও যাই । হরি। নৌকা আছে ? রঘু । দু’খানা আছে ; একথানায় লোক লস্কর, অার এক থানায় আমি । জানই ত পাহারা সঙ্গে না দিয়ে বাবা আমায় ছাড়েন না । হরি। তবে চল । রঘুনাথ দাড়াইলেন এবং সতৃষ্ণনয়নে হরিদাসের মুখ প্রতি চাহিয়া বলিলেন, “হরিদাস, আমি সন্নাসী হ’ব ।” হরি। সে কি ! রঘু। কেন হরিদাস, সন্ন্যাস-আশ্রম কি মন্দ ? হরি। যাহা প্রভুর পক্ষে ভাল, তাহা তোমার পক্ষে দূষণীয়। তুমি সন্ন্যাস গ্রহণ করিবামাত্র অহঙ্কার-পাশে আবদ্ধ হইবে ; যাহারা এখন তোমার নমস্য, তখন তুমি তাহীদের প্রণাম গ্রহণ করিতে থাকিবে ; বৈষ্ণবের বিনয়ের পরিবর্তে তুমি নিজেকে নারায়ণ বলিয়া পরিচয় দিবে। দণ্ডগ্রহণের সঙ্গে সঙ্গে দস্তু আসিবে । তুমি সন্ন্যাসী হইতে চাও? রঘু। না, না, হরিদাস, আর আমার সে বাসনা নাই— আমাক্ষ ক্ষমা কর—আমি বৈষ্ণব হ’তে চাই। '8