পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—হরিদাসের কান্না হরি। তা ছাড়া তুমি কি ভুলে গেছ, প্রভু তোমায় একদিন কি বলেছিলেন ? তিনি বলেছিলেন, “বৈরাগ্য অতি পবিত্র বস্তু— আড়ম্বর করে দেখাবার জিনিষ নয়। যে ব্যক্তি ভগবানের শরণাগত হয়, তাহাকে আর নিজের উদ্ধারের উপায় নিজে করে নিতে হয় না ; সময় সমুপস্থিত হ’লে, ভগবান, স্বয়ং তাহাকে টেনে নেবেন । তাই বলি ব্যস্ত হ’য়ে না—প্রভুর লীলা দেখ । উভয়ে নৌকায় উঠিলেন। নরহরি বলিলেন, “আমিও তোমাদের সঙ্গে প্রভুর লীলা দেখতে যাব।’ কন্দৰ্পবৎ সুন্দর গদাধর কোথা হইতে ছুটিয়া আসিয়া দলে যোগ দিলেন । তখন চারিজনে মিলিয়। নৌকায় তুমুল কীৰ্ত্তন আরম্ভ করিলেন। পদকৰ্ত্ত নরহরি গান ধরিলেন— x-. - * م" “মরম কহিব, সজনী কয়,মরম কহিব কায় ৷ ” উঠিতে বসিতে, দিক্ নেহারিতে হেরি যে গৌরাঙ্গ রায় । হৃদি-সরোবরে, গৌরাঙ্গ পশিল, - সকলি গৌরাঙ্গ-ময় । এ দু'টি নয়নে, কত বা হেরিব, লাখ আঁখি যদি হয় ৷ জপিতে গৌরাঙ্গ ঘুমাতে গৌরাঙ্গ, সৰুলি গৌরাঙ্গ দেখি । १¢