পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী ভোজনে গৌরাঙ্গ, - গমনে গৌরাঙ্গ, কি হইলো মোর এ সখি ? গগনে চাহিতে, সেখানে গৌরাঙ্গ গোঁর হেরি ষে সদা । নরহরি কহে, গৌরাঙ্গ চরণ হিয়ায় রহিল বঁধ ॥" — 23.3— তৃতীয় অধ্যায় প্রভুর সন্ন্যাস এ দিকে কণ্টক-নগর বা কাটোয়াতে বড় গোল লাগিয়াছে { সুরধুনীর-তীরে কেশব-ভারতীর আশ্রম। আশ্রম-প্রাঙ্গণে বহু প্রাচীন বিশাল বটবৃক্ষ। তন্মুলে চতুর্দিক আলোকিত করিয়া ‘সন্দ্র নন্দ জ্বল-রসময়-প্রেমপিযুষসিন্ধু’নেত্র কনককদলীগর্ভ গৌরাঙ্গ মহাপ্রভু উপবিষ্ট । তাহার চরণ-নখর জ্যোতিৰ্ম্ময়, কমলাধিক কোমল চরণতল ধবজবজস্কুিশ-চিহ্নিত ; অঙ্গ বিজলিবিজড়িত, পদ্মগন্ধামোদিত । প্রভুর অদূরে মহাভাগ্যবান কেশবভারতী চিন্তাক্লিষ্ট বদনে १४