পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী প্রভু সকলকে ੋ করিয়া বলিলেন, “তোমরা আমার বাবা, তোমরা আমার মা । য’তে আমার ধৰ্ম্ম হয়, তোমরা তাই কর। এই দেহ, রূপ এবং যৌবন শ্ৰীকৃষ্ণে সমৰ্পণ না করে কা’র জন্তে রাখব? তার চেয়ে কে আর আত্মীয় আছে ?” বলিতে বলিতে প্রভুর নয়ন, জলে ভরিয়া গেল । ভারতী বলিলেন, “দেখ বাপু, সন্ন্যাসের একটা সময় আছে ; যৌবনে প্রবৃত্তি বড় বল করে। আগে পঞ্চাশ পার হও, তার পর সন্ন্যাসের কথা তুলো।” প্রভু। যদি ততদিন না বঁচি ? তা হলে কি আমি কৃষ্ণুচরণ হ’তে বঞ্চিত হ’ব ? এ জীবন, এ দেহ নিয়ে তবে আমার কি হ’বে ? ভারতী। তোমার সন্তান নাই, সহোদর ভাইও নাই ; বংশের পিগুলোপ কি তোমার বাঞ্ছনীয় ? প্রভু। বংশের কেহ সন্ন্যাস গ্রহণ করিলে আর ত পিণ্ডের প্রয়োজন হয় না । ভারতী। আমি তোমায় মন্ত্র দিতে পারব না ; ইচ্ছা হয় অন্যত্র মন্ত্র লওগে । . প্রভু। গোসাই, আর আমাকে পরীক্ষা করো না ; শ্ৰীকৃষ্ণভজনের জন্য মনুষ্য জন্ম—আমার একটা জন্ম বৃথা করে না । অনেক বাদানুবাদের পর অবশেষে ভারতী সম্মত হইলেন।. ዓw