পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সুকণ্ঠ মুকুন্দ উঠিয়া তখন কীৰ্ত্তন ধরিলেন— হরি হরয়ে নমঃ কৃষ্ণায় যাদবীয় নমঃ যাদবীর মাধবায় কেশবtয় নমঃ । তখনকার দিনে অন্ত কীৰ্ত্তন বড় একটা প্রচলিত ছিল না । মুকুন্দ যখন কীৰ্ত্তন ধরিলেন, তখন নিত্যানন্দ, বক্রেশ্বর প্রভৃতি মাতিয়া উঠিলেন। কীৰ্ত্তনের সঙ্গে নৃত্যও চলিতে লাগিল। প্রভূ আর স্থির থাকিতে পারিলেন না—উঠিয়া পড়িলেন । তাহার নৃত্যের ভঙ্গী দেখিয় জনসমূহ মুগ্ধ হইল । তার পর তাহার চক্ষুর অবিরাম ধারায় যখন সন্নিকটস্থ ভূমি কর্দমাক্ত হইল, তখন তাহার ও কাদিয়া উঠিল এবং নৃত্য আরম্ভ করিল। প্রথমে দুই চারি জন, তা’র পর দশ বিশ জন, ক্রমে শত শত ব্যক্তি নৃত্য আরম্ভ করিল। যাহারা পুরুষানুক্রমে কখনও নাচে নাই, তাহারাও নাচিল ; যাহারা বিপুল দেহভার লইয়া অচল মৈনাকের ন্যায় গৃহমধ্যে পড়িয়া থাকিতেন, তাহারাও নাচিলেন। আর যে সকল বুদ্ধ চরণযুগলকে অবিশ্বাস করিয়া সাতিশয় সাবধনতার সহিত পদক্ষেপ করিতেন, তাহারাও পুত্র পৌত্র লইয়া নৃত্যে যোগদান করিলেন। ভারতী অস্পষ্টীলোকে বৃক্ষতলে দণ্ডায়মান থাকিয়া ভাবিতেছিলেন, “প্ৰভু, এ সবই তোমার যন্ত্র ; বাজাও, বাজাও, তোমার ইচ্ছামত বাজিয়ে যাও।”