পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—সন্ন্যাসে নাপিত মুহুমুহু হরিধ্বনিতে আকৃষ্ট হইয়া নিকটবৰ্ত্তী জনপদসমূহ হইতে বরষার ধারার ন্যায় নরনারী আসিয়া জনসমুদ্রে সম্মিলিত হইতে লাগিল। যিনি আদিতেছেন, তিনি ভক্তিরসে আপ্লুত হইয় বিবশীকৃত হইয়া পড়িতেছেন। ক্রমে খোল করতাল আসিল, ভিন্ন ভিন্ন সম্প্রদায় গঠিত হইল ; শত শত দলে হরিনাম চলিতে লাগিল । এক প্রবল শক্তি আসিয়া সেই সহস্ৰ সহস্র নরনারীর হৃদয় অধিকার করিল—ভক্তির এক মহাতরঙ্গ আসিয়া তাহীদের ভাসাইয়া লইয়া চলিল । চতুর্থ অধ্যায় সন্ন্যাসে নাপিত অরুণোদয় হইল ; কীৰ্ত্তন ও নৃত্য ক্রমে বন্ধ হইয়া আসিল । জনসঙ্ঘ বিশ্রামার্থে একটু বসিল । প্রভু তখন দূরে গদাধর নরহরি প্রভৃতি ভক্তের সহিত বাক্যালাপ করিতেছেন। তস্কৃষ্টে সেই সহস্ৰ সহস্ৰ নরনারীর আবার মনে পড়িয়া গেল, প্ৰভু তাহাদর ত্যাগ করিয়া অদ্য সন্ন্যাস গ্রহণ করিবেন । তখন তাহার v>