পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—সন্ন্যাসে নাপিত সুখের চেষ্টায় বনে জঙ্গলে ছুটতে চাও, এই কি তোমার মানুষের কাজ, না দেবতার কাজ ? শুনেছি, তুমি নাকি অবতার হয়ে এসেছ । কথাটা আমার প্রত্যয় হয় না, ভগবান এত নিষ্ঠুর নিৰ্ম্মম হ’তে পারেন না । প্রভু। আমি মা, অতি সামান্ত মানুষ ; ভালমন্দ কিছুই বুঝি না । আমার প্রাণ কাদছে আমার বৃন্দাবনেশ্বরের জন্তে-— তিনি আমার মা, আমার পিতা, আমার স্বামী ; তিনি ছাড়া আমার যে আর কিছু নেই মা ! আমার অপরাধ নেবেন না— আমায় আপনার অনুমতি দিন । বলিতে বলিতে প্ৰভূ কাদিয়া ভাসাইলেন। রমণীরা সে বন্যার সম্মুখে আর তিষ্ঠিতে না পারিয়া পৃষ্ঠভঙ্গ দিলেন। তখন প্রভুর ইচ্ছাক্রমে সন্ন্যাসের আয়োজন চলিতে লাগিল । যাহারা সন্ন্যাসে বাধা দিয়াছিলেন, তাহারাই বিপুল দ্রব্যসস্তার আনিয়া সেই পুণ্যময় ক্ষেত্রে ফেলিতে লাগিলেন। কেহ দধি আনিলেন, কেহ বস্তু আনিলেন, কেহ ফুলচন্দন সংগ্ৰহ করিলেন, কেহ মিষ্টারের ভরি লইলেন । তারপর নাপিত ডাকিতে কেহ কেহ ছুটিলেন। সহরের ভিতর পদস্থ নরসুন্দর হরিদাস । আহত হইয়া আসিলেন ;

  • আমরা শুনিয়াছি ইহঁর নাম, মধুসূদন ; কিন্তু প্রভু উহাকে হরিদাস প্ৰলিয়া সম্বোধন করিয়াছিলেন। - *○